বৈদ্যুতিক যন্ত্রাংশের বদলে আমদানি হয় বিদেশি মদ

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে বার্জে খালাসের সময় কাস্টমস কর্মকর্তারা এসব মদ-বিয়ার জব্দ করেন।

    ২৪ জুলাই বুধবার দুপুরে চট্টগ্রাম কাস্টমসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম জানান, ঘোষণা অনুযায়ী বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ৬৬৯ টি প্যাকেজ বা কার্টুন যন্ত্রপাতি নিয়ে চীন থেকে চট্টগ্রাম বন্দরে এম ভি ভিশন নামের একটি জাহাজ আসে।

    কিন্তু, যন্ত্রপাতির সঙ্গে আমদানি নিষিদ্ধ বিদেশি মদ আছে খবর পেয়ে ১৯ টি কার্টুনে কায়িক পরীক্ষা করে ১৮টিতেই বিদেশি মদ, বিয়ার, জুস পাওয়া যায়। এজন্য জাহাজ থেকে পণ্য খালাস স্থগিত করা হয়েছে।

    সবগুলো কার্টুন খুলে কায়িক পরীক্ষা করে মিথ্যা ঘোষনা দিয়ে ঠিক কি কি পণ্য, কি পরিমান আনা হয়েছে তা বের করা হবে জানিয়ে এরপরই আইনী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান কাস্টমস কমিশনার।

    সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার-১, মো. আকবর হোসেন ও অতিরিক্তি কমিশনার-২, কাজী মো. জিয়াউদ্দীন।

    বিএম/রাজীব..