মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরীকে রাষ্ট্রীয় মযার্দায় দাফন

    ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরীর জানাযা শেষে রাষ্ট্রীয় মাযার্দায় মঙ্গলবার ফটিকছড়ির নিজ বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে। বীর এ মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার দেওয়া হয়।

    জানাযার নামাজ ও গার্ড অব অনারে রাষ্টের পক্ষ থেকে উপজেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিন উপস্থিত ছিলেন। এছাড়াও মুক্তিযোদ্ধা বিএলএফ জোনাল কমান্ডার ও সাবেক এমপি মির্জা আবু মনসুর, আওয়ামীলীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ারুল আজিম, বোরহান উদ্দিন চৌধুরী, খায়রুল বশর চৌধুরী, আহমদ ছাপা।

    এছাড়া জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিপুল লোক শরীক হোন।

    উল্লেখ্য গত ১০ জুলাই রাতে ভারতের ব্যাঙ্গালোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নলিল্লাহে—–রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

    বিএম/এমজে/আরএস..