রাউজানে সাড়ে পাঁচশত লিটার মদসহ আটক ২

    রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ৫’শ ৫০ লিটার পাহাড়ী চোলাই মদসহ দুজন মাদক ব্যবসায়িকে আটক করেছে রাউজান থানা পুলিশ।

    শনিবার রাত ৯টা ৫৫ মিনিটের সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শেখ কামাল কমপ্লেক্সের সামনে একটি মিনিবাসে তল্লাশী চালিয়ে এসব চোলাইমদসহ তাদের আটক করা হয়।

    উদ্ধারকৃত চোলাই মদের বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

    আটককৃতরা হলেন, কর্ণফুলি থানার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের মীর পাড়া এলাকার মোজাম্মেল ডাক্তার বাড়ির মৃত জালাল আহমেদের ছেলে মো. এরশাদ (৩৫) ও আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের আলী চান মিস্ত্রি বাড়ির মৃত আহম্মদ ছাফার ছেলে বাস চালক আব্দুল মালেক ওরফে মানিক (৩২)।

    রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ জাবেদ মিয়ার নের্তৃত্বে একটি মিনি বাসে (কক্সবাজার-জ-১১০০৩২) তল্লাশী চালিয়ে ১১টি বস্তায় ৫শত ৫০টি স্যালাইনের প্যাকেটসহ দুইজনকে আটক করা হয়।

    এসময় মাদক ব্যবসাীয় মুছা পালিয়ে গেছে জানিয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কাগারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি কেপায়েত উল্লাহ।

    বিএম/এ এইচ/আরএস..