রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু

    ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।

    সোমবার (২৯ জুলাই) সকাল ৬টায় একযোগে শুরু হয় অনলাইন ও সেলফোনে টিকিট বিক্রি। কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৯টা থেকে। আজ বিক্রি হচ্ছে আগামী ৭ আগস্টের টিকিট।

    একইভাবে ৩০, ৩১ জুলাই ও ১, ২ আগস্টের বিক্রি করা হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ আগস্টের টিকিট। অন্যদিকে ফিরতি টিকিট বিক্রি করা হবে ৫ আগস্ট থেকে। ওইদিন বিক্রি করা হবে ১৪ আগস্টের টিকিট। একইভাবে ৬, ৭, ৮ ও ৯ আগস্টে যথাক্রমে ১৫, ১৬, ১৭ ও ১৮ আগস্টের ফিরতি টিকিট বিক্রি করা হবে।

    ঈদুল ফিতরের মতো এবারো আট জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এবারো টিকিট বিক্রি করা হবে রাজধানীর পাঁচটি স্টেশন থেকে।

    এর মধ্যে কমলাপুর স্টেশনে বিক্রি করা হবে যমুনা সেতু দিয়ে পশ্চিমাঞ্চলগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট। বিমানবন্দর স্টেশন থেকে বিক্রি করা হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী ট্রেনের টিকিট।

    তেজগাঁও স্টেশন থেকে বিক্রি করা হবে ময়মনসিংহ ও জামালগঞ্জগামী ট্রেনের টিকিট।

    বনানী স্টেশন থেকে বিক্রি করা হবে নেত্রকোনা, মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকিট।

    আর কিশোরগঞ্জ ও সিলেটগামী ট্রেনের টিকিট বিক্রি করা হবে ফুলবাড়িয়া স্টেশনে।

    বিএম/এমআর