সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে প্রশান্ত চৌধুরীর ত্রাণ বিতরণ

    ত্রাণ বিতরণ

    সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ তৃণমূলের কর্মী প্রশান্ত চৌধুরী যীশু।

    বাজালিয়া ইউনিয়নের বন্যার্ত ২৫০ পরিবারকে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

    ত্রাণ বিতরণকালে প্রশান্ত চৌধুরী যীশু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষনিক বন্যায় ক্ষতিগ্রস্তদের খবরাখবর নিচ্ছেন। তাদের বিপদে নেতাকর্মীদের সবসময় পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ মতে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

    চাল বিতরণ

    এ সময় উপস্থিত ছিলেন বাজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন শহীদুল্লাহ চৌধুরী, দক্ষিন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, বাজালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাবিব মনসুর, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রকিব উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজবাহ উদ্দীন জিসান।

    এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য,এবার সাতকানিয়ার ১৭টি ইউনিয়নের মধ্যে প্রায় সবগুলো ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর মধ্যে নলুয়া, ঢেমশা, কেঁওচিয়াসহ ছয়-সাতটি ইউনিয়নের অবস্থা ভয়াবহ। এসব এলাকায় পাঁচ থেকে ছয় ফুট পানি উঠেছে। সদর ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নে তিন থেকে চার ফুট পানি উঠেছে।

    বাজালিয়া ইউনিয়নের ছয়টি গ্রামের প্রায় সাত হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ইউনিয়নের মাহালিয়া এলাকার বাসিন্দারা। ওই এলাকার প্রায় দুই হাজার ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। এখন মানুষকে নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে।’

    বিএম/এমআর

    আরো: বন্যায় লাইভ রিপোর্টিং করে ভাইরাল পাকিস্তানের আজদার(ভিডিও)