সীতাকুণ্ডে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে ৪ ব্যবসায়িকে জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : দেশে পাটের বস্তার ব্যবহার বাড়াতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণানুযায়ী দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে সীতাকুণ্ড বাজারে অভিযান পরিচালিত হয়।

    অভিযানে পাটের বস্তা ব্যবহার না করার অভিযোগে ৪ চাউল ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (২৪ জুলাই) বিকালে সীতাকুণ্ড সদরে উক্ত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। এসময় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রির অপরাধে ৫ হাজার টাকা করে তিন দোকানকে ১৫ হাজার এবং অপর আরেকটি দোকানকে ৭ হাজার টাকাসহ মোট ২২ টাকা জরিমানা করা হয়।

    এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বলেন, ২০১০ সালের পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। তা না করলে এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দণ্ড হয়ে যাবে দ্বিগুণ।

    পাট মন্ত্রণালয় বলছে, ছয় পণ্যের মোড়কে শতভাগ পাটের বস্তার ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।

    বিএম/কামরুল/রাজীব..