বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

    বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। একাদশে একাধিক পরিবর্তন এনে আজ মাঠে নামছে উভয় দল।

    আফগানদের বিপক্ষে খেলা নিজেদের শেষ ম্যাচের একাদশে দুই পরিবর্তন এনে আজ মাঠে নামছে বাংলাদেশ। [ম্যাচটির বল বাই বল লাইভ স্কোর পেতে ক্লিক করুন এখানে] মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসানের পরিবর্তে সাব্বির রহমান ও রুবেল হোসেনকে একাদশে অন্তর্ভুক্ত করে আজ মাঠে নামছে টাইগাররা

    চার পেসারের সাথে এক স্পেশালিস্ট স্পিনার নিয়ে আজ মাঠে নামছে টাইগাররা। আজও বাংলাদেশের পেস আক্রমণ সামলানোর দায়িত্ব থাকছে দলনেতা মাশরাফির পাশাপাশি মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের কাঁধে। অন্যদিকে, সাকিব আল হাসান পালন করবেন স্পিন আক্রমণের দায়িত্ব।

    ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্ট, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যুযবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।

    বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান,, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান।

    বিএম/এমআর