ইনজুরিতে মুশফিক , পাকিস্তান ম্যাচ অনিশ্চিত

    ইনজুরিতে মুশফিক , পাকিস্তান ম্যাচ অনিশ্চিত

    এবারের বিশ্বকাপ দুইদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশের। এখন শুধু নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। তেবে ম্যাচ যেমনই হোক পাকিস্তানের সাথে খেলা মানেই আলাদা উত্তেজনা। এমন ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। প্রাকটিসের সময় চোট পেয়েছেন মুশফিক।

    আজ নেটে ব্যাটিং অনুশীলন করারা সময় চোট পেয়েছেন মুশফিক । ব্যাট করার একপর্যায়ে কনুইয়ে বল লাগে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। প্রাথমিকভাবে শুশ্রূষা দেওয়ার পর তাঁকে ড্রেসিংরুমে নেওয়া হয়েছে। সেখানেও তাঁকে শুশ্রূষা দেওয়া হচ্ছে। চোট কতটা গুরুতর কিংবা কালকের ম্যাচ নিয়ে কোনো শঙ্কা সৃষ্টি হয়েছে কি না—এ ব্যাপারে দলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

    বাংলাদেশের হয়ে বিশ্বকাপে সাকিবের পর সবচেয়ে সফল মুশফিক। ৭ ম্যাচে এই ব্যাটসম্যান করেছেন ৩৫১ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি এখন ১১ নম্বরে। এমন ব্যাটসম্যানের চোট স্বভাবতই ভাবাচ্ছে বাংলাদেশকে। কারণ ইনজুরির কারণে দলের বাইরে আছেন মাহামুদুল্লাহ রিয়াদ।

    বিএম/এমআর

    আরো খবর:: আফগানিস্তানকে ৩১২ রানের টার্গেট দিয়েছে উইন্ডিজ