পাহাড় ধসে রুমা-থানচি সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবানের চিম্বুক সড়কের নয় মাইল এলাকায় পাহাড় ধসে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (৮ জুলাই) সকালে প্রবল বর্ষণের সময় ওই এলাকায় সড়কের ওপর একটি বিশাল পাহাড় ধসে পড়লে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে, টানা ভারী বর্ষণে বান্দরবান শহরের আশপাশে বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

অন্যদিকে, জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে।

প্রবল বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রাণহানি ঠেকাতে প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক দাউদুল ইসলাম বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন। এ ছাড়া পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনদের সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে, সাথে চলছে সচেতনতামূলক মাইকিং।

জেলা প্রশাসক জানিয়েছেন, ঝুঁ‌কিপূর্ণ স্থা‌নে বসবাসকারী‌দের দ্রুত স‌রি‌য়ে নি‌তে ইতোম‌ধ্যে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজি‌স্ট্রেট‌দের নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। এসব এলাকায় মাই‌কিংও করা হ‌য়ে‌ছে। সাতটি উপজেলায় ইতিমধ্যে ১২৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানান তিনি।

বিএম/এমআর