যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা,হোয়াইট হাউজে পানি

    ভারি বর্ষণের কারণে আকস্মিক বন্যার কবলে পড়েছে ওয়াশিংটন ডিসি। বন্যার পানিতে শহরের প্রধান প্রাধান রাস্তাও ডুবে গেছে। এছাড়া হোয়াইট হাউজের নিচতলার একটি দপ্তরের মেঝেতে পানি উঠেছে।

    সোমবার (০৮ জুলাই) সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ৭৬ মিলিমিটার (৩ ইঞ্চি)।

    দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, পার্ক। বাড়ি-ঘরে পানি উঠতে শুরু করেছে। এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে। এজন্য সেখানকার প্রত্যেক নাগরিককে উঁচু স্থানে থাকতে বলা হয়েছে।

    দেশটির জরুরি বিভাগের কর্মীরা পানির মধ্যে গাড়িতে আটকে থাকা অনেককে উদ্ধার করেছেন। ইতিমধ্যে তারা ১৫ চালককে রক্ষা করার কথা জানিয়েছেন।

    বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে ইয়াহু একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ফুটিয়ে তোলা হয়েছে সেখানকার বর্তমান জনজীবনের চিত্র।

    বিএম/এমআর