লালদিয়ার চরে উচ্ছেদ : দুদিনে বন্দরের ২৫ একর ভূমি উদ্ধার

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার লালদিয়ার চরে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

    অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। অভিযানে ছোট-বড় সকল স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। লালদিয়ার চরে উচ্ছেদের শিকার বাসিন্দারা সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছে।

    বন্দর কতৃপক্ষ জানায়, প্রথম পর্যায়ের এ অভিযানে এ পর্যন্ত প্রায় ৩শ টি অবৈধ বসতি উচ্ছেদ করে অন্তত ২৫ একর ভূমি উদ্ধার করা হয়েছে । অভিযানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশ নেয়।

    বন্দর কতৃপক্ষ আরো জানায়, লালদিয়ার চর এলাকায় বন্দর কর্তৃপক্ষের ৫৮ একর ভূমি রয়েছে। কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত ১২ ও ১৩ নম্বর খালের মধ্যবর্তী অংশে সোমবার উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

    চরের এই অংশের অবৈধ স্থাপনাগুলো প্রথম ধাপে উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে অবৈধ দখলে থাকা বাকি ভূমি অভিযান চালিয়ে উদ্ধার করা হবে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

    বিএম/রাজীব..