৪০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

    ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করছেন ২০ হাজার ২৭৭ জন প্রার্থী।

    বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে ফল প্রকাশ করা হয়।

    পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করার জন্য আজ একটি বিশেষ সভা ডাকা হয়েছিল। সভায় ফল প্রকাশের সিদ্ধাান্ত হয়। কিছুক্ষণের মধ্যে ফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

    চলতি বছরের ৩ মে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে চার লাখ ১২ হাজার ৫৩২ জন আবেদন করলেও প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার প্রার্থী।

    এ বিসিএসের মাধ্যমে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। যার মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা। তবে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, এই সংখ্যা আরো বাড়তে পারে।

    বিএম/এমআর