এবার ডেঙ্গুতে জাবি ছাত্রীর মৃত্যু

    ডেঙ্গু আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উ খেং নু রাখাইন নামের এক ছাত্রী মারা গেছেন।

    শনিবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের আটচল্লিশ ব্যাচের ওই ছাত্রী প্রীতিলতা হলে থাকতেন। ক্যাম্পাসে থাকা অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় কিছুদিন এনাম মেডিকেলে ভর্তি ছিলেন। এরপর পরিবারের লোকজন তাকে বাসায় নিয়ে যায়।

    উখেংনু রাখাইনের বাবা মংবা অং মংবা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় উখেংনু। জ্বর বাড়লে তাকে বাড়িতে আনা হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে অবস্থা খারাপের দিকে গেলে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রামে নেওয়ার জন্য বলেন। চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়ার আমিরাবাদ নামক স্থানে গেলে তার মৃত্যু হয়।

    কক্সবাজার কেন্দ্রীয় শ্মশানে উখেংনুর মরদেহ সৎকার করানো হবে বলে জানিয়েছেন উখেংনু’র বাবা মংবা অং মংবা।

    বিএম/এমআর