কক্সবাজারে ইয়াবা ও অস্ত্র এবং নারীসহ ইউপি মেম্বার গ্রেফতার

    কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পর্যটন জোন কলাতলী থেকে ইয়াবা, অস্ত্র ও এনজিওকর্মী এক নারীসহ উখিয়ার এক জনপ্রতিনিধিকে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার সকালে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের গ্রিন প্যালেসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪শ’ ইয়াবা, দুই রাউন্ড কার্তুজ ও দেশীয় বন্দুক জব্দ করা হয়েছে।

    গ্রেফতার জয়নাল আবেদীন (৪০) উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য।

    গ্রেফতার নারী জিন্নাতুন নেছা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত একটি এনজিওর কর্মী। তার বাড়ি বগুড়ায় বলে জানিয়েছে পুলিশ।

    বিএম/ইসলাম/রাজীব..