চট্টগ্রাম প্রেসক্লাব ও সিইউজের সাবেক সভাপতি আতাউল হাকিম আর নেই

    চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আতাউল হাকিম আর নেই। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজিউন)।

    মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

    তিনি দীর্ঘদিন দৈনিক পূর্বকোণের যুগ্ম বার্তা সম্পাদক ছিলেন।

    চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস সাংবাদিক আতাউল হাকিমের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।

    জানাগেছে, সাংবাদিক আতাউল হাকিম দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে ভুগছিলেন। তিনি নগরীর সিআরসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বলে জানান সাংবাদিক নেতা হাসান ফেরদৌস।

    আতাউল হাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। এছাড়া সাংবাদিক আতাউল হাকিমের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, যুগ্ম মহাসচিব মহাসচিব মহসীন কাজী গভীর শোক প্রকাশ করেছেন।

    বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে তাঁর প্রথম জানাজা শেষে মরদেহ নেয়া হবে রাউজানের গ্রামের বাড়ীতে। সেখানে বাদ আছর দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে সুলতানপুর গ্রামের পারিবাকি কবরাস্থানে তাকে দাফন করা হবে।

    বিএম/এমআর