ফটিকছড়িতে মাইক্রো-সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহত ৪

    ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে মাইক্রো ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবুল হাশেম (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন।

    বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের জুবলী স্কুল সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম পশ্চিম সুয়াবিল মৃত আব্দুস সাত্তারের পুত্র। তিনি নাজিরহাট এলাকায় চায়ের দোকান করতেন বলে জানা গেছে।

    এ ঘটনায় আহতরা হলো- রুদ্র দাশ(৬), শিপ্লি দাশ(৪০), নুর নাহার(৪৫)।

    জানা যায়, নাজিরহাটগামী হায়েস (চট্টমেট্রো- চ-১১-৩৩৫০) ফটিকছড়ি গামী সিএনজি অটোরিক্সা (চট্টগ্রাম-থ- ১৩-৫৯৭৩) কে অতিক্রম করতে গেলে সজোরে ধাক্কা লাগে। এতে সিএনজি অটোরিক্সা রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর  আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসেমকে মৃত ঘোষণা করেন।

    হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই মো. শফিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে হাইস ও সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। চালক পলাতক রয়েছে।

    বিএম/এম জুনায়েদ/রাজীব..