লঙ্কায় হোয়াইটওয়াশ টাইগাররা

    শ্রীলঙ্কা সফর থেকে ন্যূনতম সান্ত্বনাটুকুও পেল না বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডের পর সিরিজের শেষ ম্যাচটায়ও অসহায় আত্মসমর্পণ করল টাইগাররা।

    বিশ্বকাপ শেষ হতেই যে সিরিজকে ধরা হয়েছিল ঘুরে দাঁড়ানোর ক্ষেত্র, সেই সিরিজটা কিনা ‘লজ্জার’ অধ্যায় হয়ে যোগ হলো দেশের ক্রিকেটে।

    বুধবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ১২২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

    টস জিতে আগে ব্যাটে ৮ উইকেটে ২৯৪ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৪ ওভার বাকি থাকতেই মাত্র ১৭২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

    তারকা ক্রিকেটারদের বিদায়ের পর যে শ্রীলঙ্কার প্রায় পথ হারানোর দশা, সেই শ্রীলঙ্কা কিনা বাংলাদেশকে নামিয়ে আনল সাধারণ সারিতে।

    প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে লাসিথ মালিঙ্গাকে রঙিন বিদায় দিয়েছিল স্বাগতিকেরা।

    আর এদিনের ম্যাচটি দলটি উৎসর্গ করল সদ্যই সব ধরনের ক্রিকেটকে বিদায় বলা নুয়ান কুলাসেকারাকে। বাংলাদেশের সব হারানোর সিরিজে কত প্রাপ্তি শ্রীলঙ্কার!

    বিএম/এমআর