চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কালীরহাট এলাকায় রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেলো এক পোশাক কর্মীর। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। শুক্রবার সকালে ঘটে এ দুর্ঘটনা।
নিহত পোষাক কর্মীর নাম পারভীন আকতার (২৮)। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রামের সাগরিকা এলাকায় বসবাস করার সুবাধে ওই এলাকার একটি পোষাক কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, শুক্রবার সকালে আকবর শাহ থানা এলাকার কালীরহাটে পিক আপ ভ্যানের ধাক্কায় ৫ গার্মেন্টস শ্রমিক আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে পারভীন আকতার নামে এক পোষাক শ্রমিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং বাকি চারজনকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এদিকে ঘাতক পিকআপ ভ্যানটি চালকসহ আটক করে থানায় নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আকবরশাহ থানার এসআই কামাল উদ্দিন।
বিএম/আরএস..