জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সৈয়দপুরে রেলওয়ে জেলা পুলিশের শোক র‌্যালী

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শোক দিবসে নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে জেলা পুলিশের উদ্যোগে শোক র‌্যালী বের করা হয়েছে।

    ১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে পুলিশ ক্লাব চত্বরে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মমতাজ ইসলাম, সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ এমদাদুল ইসলাম, জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রধান রফিকুল ইসলাম, ওসি ওয়াচ হাবিব, এস আই রবিউলসহ সৈয়দপুর জেলা পুলিশের সকল সদস্যবৃন্দ।

    র‌্যালী শেষে পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান ১৫ আ্গস্টের হত্যাকান্ডে জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করেন এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

    বিএম…