চট্টগ্রাম আদালতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের পরিচ্ছনতা অভিযান

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনসহ আশ পাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

    আজ বৃহষ্পতিবার ৮ আগস্ট সকাল ১১টার সময়ে চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন প্রতিটি কক্ষে ও আশ পাশের খোলা জায়গায় মশক নিধনের স্প্রে দেওয়া হয়।

    পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, মোঃ রবিউল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোঃ হেলাল উদ্দিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শিপলু কুমার দে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মিসেস জয়ন্তী রানী রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বন আদালতের বিচারক সুস্মিতা আহমেদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উত্তর বিদ্যুৎ আদালতের বিচারক আইরিন পারভিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দক্ষিণ বিদ্যুৎ আদালতের বিচারক বেগম কোহিনুর আক্তার উপস্থিত ছিলেন।

    অভিযানের সময় জুডিসিয়াল আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক বিজন কুমার বড়ুয়া, নাজির আবু তাহের, বেঞ্চ সহকারী মো. আকতারসহ বিভিন্ন আদালতের বেঞ্চ সহকারী ও জিআরও শাখার পুলিশ সদস্যরাও এতে অংশগ্রহণ করে।

    বিএম/আরএসপি..