ছেলেধরা গুজবের ভিডিও প্রচারের অভিযোগে গ্রেফতার ১

    ছেলেধরা গুজবে ভিডিও প্রচার

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার হাসপাতাল সড়কের বদিউল আলমের বাড়িতে অভিযান চালিয়ে আলমগীর (৩৩) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

    গানের আসর বসিয়ে ছেলেধরা গুজবের মিথ্যা ভিডিও প্রচারের অভিযোগে বুধবার তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ভিডিওচিত্র তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।

    গ্রেফতার আলমগীর উপজেলার লেলাং ইউনিয়ন পরিষদের চাড়ালিয়াহাট এলাকার কবির আহমদের ছেলে বলে জানা গেছে।

    বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল। তিনি বলেন, নবজাগরণ শিল্পী গোষ্ঠীর নামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছেলেধরার গুজবের একটি মিথ্যা ভিডিওচিত্র তৈরি করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

    আলমগীরের বানানো ভিডিও চিত্রে ‘পদ্মাসেতু এবং ছেলেধরা কল্লাকাটা’ নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে এলাকার শিশু-কিশোরদের স্কুল-মাদ্রাসায় একা না পাঠানোর আহ্বান জানান। গ্রেফতার আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

    বিএম/রাজীব..

    আরো খবর: ছেলেধরা গুজব: সারাদেশে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া নির্দেশনা