টেকনাফে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত

    কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। বিজিবির দাবি, দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী।

    বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে উপজেলার হোয়াইক্যং এলাকার উলুবনিয়া সংলগ্ন নাফনদীর তীরে এ ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তিরা হলেন-উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. সাকের (২২) ও টেকনাফের মুচনী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ আলীর ছেলে নুরুল আলম (৩০)।

    টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্য পাওয়া যায় টেকনাফের হোয়াইক্যং এলাকার উলুবনিয়া সংলগ্ন নাফনদীর এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসছে।

    এই খবরে ভোরে বিজিবি সেখানে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে পাচারকারিরা পিছু হটলে নাফনদীর তীর থেকে ওই দুই রোহিঙ্গাকে গুলিবিদ্ধ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের চিকিৎসক দুই জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদরে রেফার করেন। কক্সবাজারে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

    তিনি আরও জানান, নিহত দুই মাদক ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

    বিএম/এমআর