দশমিনায় হামলার শিকার ডাকসু ভিপি নুর

    আবারও হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর। বর্তমানে তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন।

    বুধবার দুপুরে খালার বাড়ি যাওয়ার পথে পটুয়াখালীর দশমিনা উপজেলায় তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

    হামলায় নুরুল হকের সঙ্গে থাকা কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন এবং তার বহরের অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে দাবি করেছেন তার সঙ্গে থাকা লোকজন এবং আত্মীয়রা।

    নূরের পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে, গলাচিপা থেকে মোটরসাইকেলে করে দশমিনায় খালার বাড়ি যাওয়ার পথে একদল সন্ত্রাসী নূরের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হয়। বর্তমানে তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

    এই হামলায় আহত বাকিরা বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলেও অভিযোগ।

    এর আগে গত ২৬ মে বগুড়ায় নূরের ওপর হামলা করেছিল দুর্বৃত্তরা। ওইদিন বিকেলে শহরের পৌরপার্কে সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের ইফতার মাহফিলের আগে এ হামলা হয়।

    বিএম,এমআর