পার্কভিউ হাসপাতালে ডেঙ্গুতে চট্টগ্রামে বছরের প্রথম মৃত্যু

    সর্বোচ্চ ডেঙ্গু

    দেশব্যাপী মহামারি আকার ধারণ করলেও চলতি বছরে চট্টগ্রাম থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একমাত্র মৃত্যুর ঘটনাটি ঘটে শনিবার ভোরে। নগরীর বেসরকারী হাসপাতাল পার্ক ভিউতে মৃত্যু হয় বাদশা মোল্লা (৫৫) নামে এক বৃদ্ধের।

    চট্টগ্রামের সিভিল সার্জনের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার এবং পার্ক ভিউ হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত নিহত বাদশা সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর সমাদরপাড়া পাহাড়িকা আবাসিক (জাফরাবাদ) এলাকা বাসিন্দা আব্দলি ওয়াহাব মোল্লার ছেলে।

    ডা. নুরুল হায়দার জানান, আজ শনিবার ভোরে নগরীর পার্কভিউ হাসপাতালে বৃদ্ধ বাদশা মোল্লা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। তিনি বলেন, ওই রোগীর ডেঙ্গু এনএসওয়ান পজিটিভ ছিল। তার ডায়াবেটিস, প্রেসারসহ অনান্য সমস্যাও ছিল। এই বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা যাওয়ার ঘটনা এটাই প্রথম বলে উল্লেখ করেন এ চিকিৎসক।

    এদিকে পার্ক ভিউ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন রোগি বাদশা মোল্লা আজ ভোর ৫টার দিকে মারা গেছেন বলে স্বীকার করেছে পার্কভিউ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম। তিনি বলেন, গত ২২ আগষ্ট তিনি ভর্তি হয়েছিলেন।

    পার্কভিউ হাসপাতাল স্পেশাল ইউনিট ইনচার্জ এ আরাফাত জানিয়েছেন, বাদশা মোল্লা গত ২২ আগস্টে হাসপাতালে ভর্তি হন। তিনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে বাদশা মোল্লা মারা যান।

    জানা যায়, এইডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবছর সারা দেশে প্রায় দুশতাধিক মৃত্যু হয়। অর্ধ লক্ষাধিক আক্রান্ত হয়েছে। অধিকাংশ চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও কয়েক হাজার রোগী এখনো চিকিৎসাধিন রয়েছে বলে সরকারি সংস্থা সুত্রে জানা গেছে।

    বিএম/কেআইডি/আরএসপি