মাদামবিবির শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ে নৌবাহিনীর ডেঙ্গু সচেতনতা সভা

    মাদামবিবির শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ে নৌবাহিনীর ডেঙ্গু সচেতনতা সভা

    সীতাকুণ্ড প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ডের মাদামবিবির হাট শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার(৮ আগষ্ট) বিদ্যালয়ের অডিটরিয়াম রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার মাহবুব আলম খাঁন ।

    উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর মেডিক্যাল অফিসার আমিনুল ইসলাম। মাদামবিবির হাট শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আজম। কমান্ডার মাহবুব আলম খাঁন বলেন, ছাত্রছাত্রীরা এই দুর্যোগ মোকাবিলায় অগ্রনী ভূমিকা রাখতে পারেন। তারা নিজেরা নিজেদের প্রতিষ্ঠান, বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং অন্যদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনুপ্রাণিত করবে।

    মেডিক্যাল অফিসার আমিনুল ইসলাম ছাত্রছাত্রীদের ডেঙ্গু প্রতিরোধে কি কি করতে হবে তা অবহিত করে বলেন, নিজের ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিজেকেই করতে হবে। ঘরে বা ছাদে রাখা গাছের টব, এসির নিচে, ফ্রিজের নিচে তিন থেকে পাঁচদিনের বেশি জমা পানি রাখা যাবে না। দিনের বেলায়ও মশারি টাঙাতে হবে। বিশেষ করে বাচ্চা ছেলেমেয়েদের ফুলহাতা জামাকাপড় পরিয়ে রাখতে হবে যাতে মশা না কামড়াতে পারে।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদাম বিবির হাট শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ের সভাপতি আ.ফ.ম ইউসুফ, সহঃ প্রধান শিক্ষক আবদুর রহমান, মোহাম্মদ বিলাল হোসেন, ছাদেকুর রহমান ফারুকী, মোহাম্মদ সালাউদ্দিন, কলিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য ছালে আহাম্মদ,সাইফুল ইসলাম রনি, শিক্ষানুরাগী সদস্য, মোহাম্মদ আবদুল করিম প্রমুখ।

    বিএম/কামরুল/রাজীব.

    আরো: বোয়ালখালীর ভারপ্রাপ্ত ইউএনও’র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ