মিয়ানমারের ওপর চাপ বাড়ছে, আরো বাড়বে

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের নামে বিভেদ সৃষ্টি করতে চায় বিএনপি। মিয়ানমারের ওপর চাপ বাড়ছে, আরো বাড়বে।’

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে বিএমএ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    রোহিঙ্গা সমস্যা সমাধান করতে জাতীয় ঐক্য করতে চায় বিএনপি- এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, ‘বিএনপি উন্মাদ হয়ে রোহিঙ্গা ইস্যু বের করেছে। অবশেষে রোহিঙ্গাদের ওপর ভর করে বার বার রোহিঙ্গা বিষয় নিয়ে কথা বলছে। অথচ যখন বাংলাদেশে স্রোতের মতো রোহিঙ্গা আসতে শুরু করে, তখন সারা দুনিয়ায় শেখ হাসিনার উদারতার প্রশংসা করা হলেও বিএনপি এর বিরোধিতা করেছে। তখন তো কোনো ঐক্যের কথা বলেননি। দুই বছর হয়ে গেল, কোনো কথা বলেননি, সহযোগিতা করেননি। আর এখন রোহিঙ্গা নিয়ে ঐক্যের কথা বলছেন।’

    তিনি বলেন, ‘নেতিবাচক রাজনীতি থেকে সরে দাঁড়ান, তা না হলে কোনো আন্দোলনে সাড়া পাবেন না। আন্দোলন, নির্বাচনে ব্যর্থ হয়ে রোহিঙ্গা ইস্যুতে ভর করেছে বিএনপি। সুযোগ পেলেই কোনো না কোনো ইস্যু খোঁজেন। কোটা আন্দোলনে ভর করেছিলেন, নিরাপদ সড়কের আন্দোলনে ভর করেছিলেন, সব কিছুতেই ব্যর্থ হয়েছেন। আপনাদের নেত্রীর জন্য দেড় বছরে দেড় মিনিট আন্দোলন করতে পারেননি। কোনো দিন দেখিনি, পাঁচশ’ মানুষ নিয়ে আন্দোলনে নেমেছেন। এখন কোনো ইস্যু না পেয়ে রোহিঙ্গাদের ওপর ভর করতে চাইছেন।’

    ‘বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ রাজনৈতিক দল হলো বিএনপি। এদের মতো আর কোনো দল এতো ব্যর্থ নয় বলে আমার মনে হয়। বাংলাদেশে এতো দল আছে, বিরোধী দল আছে, কিন্তু বিএনপির মতো কোনো দল নেই,’ যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য গবেষণা ও উন্নয়ন অধ্যাপক ডা. মো শহিদুল্লাহ সিকদার, বিএমএ সাবেক সভাপতি শরফত উদ্দিন, বিএমএ সাবেক মহাসচিব ডা. শফিকুর রহমান প্রমুখ।

    বিএম/এমআর