সীতাকুণ্ডে ফের রং মিশ্রিত মাছ জব্দ : ২জনকে জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : সামুদ্রিক মাছে ক্ষতিকারক রং মিশ্রিত করে বিক্রি করার সময় ভ্রাম্যমান আদালতের কাছে ফের ধরা পড়েছে দুই ব্যবসায়ি। এসময় দুজনের কাছ থেকে প্রায় চার মন মাছ জব্দ করে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর।

    বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে উপজেলার বড় দারোগারহাটে অভিযান পরিচালিত হয়। অভিযানে ক্ষতিকারক রং মিশ্রিত ৭০ কেজি পোয়া মাছ এবং ৮০ কেজি লইট্টা মাছ জব্দ করা হয়। রবি ও মমিন নামে দুই বিক্রেতাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে প্রত্যেক ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেওয়া সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক বলেন, জব্দকৃত চার মন মাছ মাটিতে পুতে ফেলা হয় এবং ভবিষ্যতের জন্য অন্যান্য ব্যবসায়িদের সতর্ক করে দেওয়া হয়।

    জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

    অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার শামীম আহমেদ, সহকারী মো. রুহুল আমিন, লিফ মো. কাইয়ুম উদ্দিন, মো. কাজী ছাব্বির আহমদ।

    বিএম/কামরুল/রাজীব..