দেবিদ্বারে শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা

    কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

    সকাল ১১ টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমার সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আলী জিন্নাহ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো.জয়নুল আবেদীন। তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দিক নির্দেশনা মূলক বক্তবের পাশা-পাশি প্রত্যেক শিক্ষার্থীকে দেশের উন্নয়নে সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।

    সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য শিরিন সুলতানা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড.নাজমা বেগম প্রমুখ।

    আলোচনা শেষে পুরুস্কার বিতারণ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে ৬১ জন এবং সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় ক্রমানুসারে ১২ জননের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।

    বিএম/এমএসআইভি/আরএস