রেলব্যবস্থাপনা দেখতে ভারত সফরে রেলমন্ত্রী

    রেলমন্ত্রী

    রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন শনিবার (৩ আগস্ট) বিকালে ভারত সরকারের আমন্ত্রণে ৮ সদস্যের প্রতিনিধিসহ ভারত সফরে যাচ্ছেন।

    এ সফরে ভারতের রেলওয়ের বিদ্যমান ক্যাটারিং, টিকেটিং ব্যবস্থা, ট্রেনের অপরেশনসহ বিভিন্ন ব্যবস্থাপনা দেখবেন প্রতিনিধি দলের সদস্যরা।

    ভারতের লাইন অব ক্রেডিট এর অর্থায়নে চলমান প্রকল্পের বিষয় এবং ভারতের অনুদানে ১০ টি ব্রডগেজ এবং ১০ টি মিটারগেজ লোকোমোটিভ দ্রুত সরবরাহসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে।

    সফরে রেলমন্ত্রীর সঙ্গে ৮ সদস্যের প্রতিনিধি দল রয়েছে। এরমধ্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দু জন সদস্য মোঃ আসাদুজ্জামান নূর (নীলফামারী-২) এবং হীরা মোহাম্মাদ ইব্রাহিম (নোয়াখালী-১) সহ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি।

    শনিবার রেলপথ মন্ত্রণালইয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ শরিফুল আলম স্বাক্ষরিত পাঠনো এক প্রেস বিজ্ঞতিতে এই তথ্য জানানো হয় ।

    আগামী ৮ আগস্ট রেলমন্ত্রী সফর শেষে দেশে ফিরে আসার সম্ভবনা রয়েছে।

    বিএম/এমআর

    আরো: নোয়াখালীতে ডেঙ্গু জ্বরে রেলওয়ে কর্মচারীর মৃত্যু