ডেঙ্গুর আক্রমণ থেকে বাঁচতে দোয়াটি পড়ুন

    রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আজ মঙ্গলবার সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে ৩ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়য়েছে ১৭ জনে।

    এ নিয়ে গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির মৃত্যু হলো।

    রাসুল সা. আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। ক্ষতিকর প্রাণী, বিষ, যাদু ও অন্যান্য ক্ষতি থেকে বাঁচতে সকাল বিকেল এ দোয়াটি তিনবার পড়তে হবে।

    ‘আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক’ (তিরমিজি-৩৫৫৯)

    উল্লেখ্য, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ মহামারী আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭৪ জনসহ দেশের ৬১ জেলায় নতুন ১ হাজার ৩৩৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    সব মিলিয়ে বর্তমানে ৪ হাজার ৪০৮ জন রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    বিএম/এমআর