ফিলাফাইনে ডেঙ্গুকে মহামারী ঘোষণা

    ফিলিপাইনে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়তে থাকায় এটিকে ‘জাতীয় মহামারী’ হিসেবে ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

    মঙ্গলবার (৬ আগস্ট) এই ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইনকোয়ার।

    এদিকে দেশটিতে চলতি বছরের জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬২২ জন মারা গেছেন। এছাড়া এতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬২ জন। যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    ডেঙ্গুতে আক্রান্ত এলাকাগুলো চিহ্নিত ও জরুরি ব্যবস্থা গ্রহণের তাগিদে এই সংকটকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাম্প্রতিক দশকে বিশ্বজুড়ে ডেঙ্গু রোগের পরিমাণ মারাত্মকভাবে বেড়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, এর মধ্যে বেশিরভাগই শিশু। ডেঙ্গু রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, চোখে ব্যথা ও লাল ফুসকুড়ি। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার চার থেকে ১০দিনের মধ্যে এই লক্ষণগুলো দেখা যায় এবং এক সপ্তাহের মধ্যে চলে যায়।

    বিএম/এমআর