জাপানি নাগরিকের কাছ থেকে শাহজালালে ১২ কেজি স্বর্ণ উদ্ধার

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইট থেকে ১২ কেজি ওজনের ৩০টি স্বর্ণবার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

    বুধবার (৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকের এ ঘটনায় দুই জাপানি নাগরিককে আটক করা হয়েছে। আটকরা হলেন টাকিও মিমুরা এবং শুইচি সাতোক।

    শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক পায়েল পাশা জানান, এয়ার এশিয়া ফ্লাইটের একে-৭১ এ রাত ১২টার দিকে শাহজালালে অবতরণ করেন ওই দুই জাপানি নাগরিক। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের শুল্ক গোয়েন্দা দল জানতে চাইলে স্বর্ণ থাকার বিষয়টি তারা অস্বীকার করেন।

    এরপর কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করা হয়।

    এ সময় দুজনেরই হাফ প্যান্টের ভেতর দিকে বিশেষভাবে সেলাইকৃত পকেটে ৩০টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ১২ কেজি। উদ্ধারকৃত স্বর্ণবারের বাজার মূল্য আনুমানিক প্রায় ৬ কোটি টাকা।

    আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নে্ওয়া হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে পুলিশের কছে হস্তান্তর করা হয়েছে।

    বিএম/এমআর