সীতাকুণ্ডে যাত্রী নিয়ে খাদে এনা’র বাস, আহত ৪০

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বাস খাদে পড়ে নারী শিশুসহ কমপক্ষে ৪০জন আহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার নুনাছড়া এলাকায় এঘটনা ঘটেছে।

    সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, চট্টগ্রাম মুখী এনা পরিবহন বাসটি অপর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি খাদে পড়ে যায়।

    এসময় ওই বাসে ৪০জন যাত্রী ছিল কম বেশি আহত হয়। তারমধ্যে ৭জন নারী ও শিশু রয়েছে।

    খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মীরা তড়িৎ ঘটনাস্থলে এসে আহতের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

    আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    পুলিশ এনা পরিবহন বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

    যাত্রীরা জানান, এনা পরিবহন অতিরিক্ত গতি এবং ঝুঁকিপূর্ণ ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর সময় কয়েকবার চালককে সাবধান করেছিলো যাত্রীরা।

    বিএম/কামরুল/রাজীব..