ফেনীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

    বিএম ডেস্ক : ফেনী জেলার কলাবাগান একাডেমী রোড এলাকার আলবারাকা হোটেলের সামনে থেকে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব ৭। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলভার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    ৮ আগষ্ট বৃহস্পতিবার রাতে সাড়ে ১১টার সময় গোপন খবরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

    গ্রেফতারকৃতরা হলেন, ফেনী সদরের মালিপুর আলুবক্স মির্জাবাড়ির মিজানুর রহমানের ছেলে মো. নিশাল (২০) ও একই বিরিঞ্চি ৫ নং ওয়ার্ডের নুর আহমেদ ইন্সেপেক্টর বাড়ির মৃত এমলি খানের ছেলে মো. আজম খান সজীব (২৫)।

    র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. শাশকুর রহমান বলেন, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী হোটেলের সামনে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানোর উদ্দেশ্যে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে।

    এসময় র‌্যাবের অবস্থান টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়। দুজনই দীর্ঘদিন যাবত মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী জেলার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বললেন মাশকুর রহমান।

    বিএম/আরএসপি..