সৈয়দপুরে ‘স্মৃতি অম্লান’ সৌধ ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ রাতের আঁধারে নীলফামারীর সৈয়দপুর শহরের জিআরপি মোড়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্থাপিত ‘স্মৃতি অম্লান’ স্মৃতি সৌধ ভাংচুরের প্রতিবাদে ১৯ আগস্ট সোমবার সকালে মানববন্ধন হয়েছে।

    ‘স্মৃতি অম্লান’ চত্ত্বরে সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধন আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ, প্রজন্ম’৭১ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

    মানববন্ধনে নীলফামারী আসনের মহিলা সাংসদ রাবেয়া আলিমসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে ‘স্মৃতি অম্লান’ সৌধটি ভাংচুরে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

    উল্লেখ্য গত ঈদুল আজহার আগের রাতের আঁধারে স্মৃতি সৌধটির সামনের অংশ গুড়িয়ে দেয় দূর্বত্তরা।

    এনিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও আজাবধি দোষীদের কাউকে সনাক্ত করে গ্রেফতারের উদ্যোগ নেয়নি প্রশাসন।

    বিএম…