আজ ২২ শে আগষ্ট ২০১৯

    আজ ২২ শে আগষ্ট ২০১৯ রোজ বৃহস্পতিবার। একনজরে দেখে নিন ইতিহাসেআজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনাবলি।

    জন্ম

    কবি ও গীতিকার মুকুল চৌধুরী জন্ম গ্রহণ করেন।

    জার্মানি দার্শনিক ও লেখক মাক্সসচলের জন্ম গ্রহণ করেন।

    সিংহলী শিল্পী এ কে কুমারস্বামীর জন্ম গ্রহণ করেন।।

    জার্মানি অভিনেত্রী ও পরিচালক লিনি রিয়েফেন্সটাহল জন্ম গ্রহণ করে ।

    মার্কিন অভিনেত্রী ও গায়ক ভালেরি হারপার জন্ম গ্রহণ করেন।।

    ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ চিরঞ্জীবি জন্ম গ্রহণ করেন।।

    মার্কিন গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক টোরি আমস জন্ম গ্রহণ করেন।।

    ইংরেজ অভিনেতা রিচার্ড আরমিটাগ জন্ম গ্রহণ করেন।।

    ইতালী ফুটবলার ফেদেরিকো মাচেডা জন্ম গ্রহণ করেন।

    কবি ও গীতিকার মুকুল চৌধুরী জন্ম গ্রহণ করেন।

    মৃত্যু

    ভারতের ব্রিটিশ গভর্নর জেনেরেল ওয়ারেন হেস্টিংস এর মৃত্যু হয়।

    রোমানীয় বংশোদ্ভূত অস্ট্রীয় কবি নিকোলাস লেনাউ এর মৃত্যু হয়।

    মার্কিন লেখক কেট ছপিন এর মৃত্যু হয়।

    আইরিশ রাজনীতিবিদ ও ২য় মন্ত্রী মাইকেল কলিন্স এর মৃত্যু হয়।

    নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক রজার মারটিন ডু গার্ড এর মৃত্যু হয়।

    ইংরেজ বংশোদ্ভূত কানাডীয় অভিনেতা ও গায়ক সেবাস্টিয়ান কাবট এর মৃত্যু হয়।

    ইতালীয় ফুটবল খেলোয়াড় আন্ড্রেয়া শেরভি এর মৃত্যু হয়।

    অস্ট্রেলীয় ক্রিকেটার আর্থার মরিস এর মৃত্যু হয়।

    ঘটনাবলি

    নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।

    ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয় ।

    আন্তর্জাতিক রেডক্রস সংস্থা প্রতিষ্ঠিত হয়।

    দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সোনার খনি আবিষ্কৃত হয়।

    বিবিসির নিয়মিত টিভি সম্প্রচার কার্যক্রম শুরু হয়।