পুলিশের পাতাফাঁদে আটকে গেলেন খুনি পলাতক আসামি

    বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী পুলিশের পাতাফাঁদে আটকা পড়েছেন ২০১৪ সালে উপজেলার চরণদ্বীপে সংগঠিত এক ডাকাতিসহ শিশু খুনের মামলার পলাতক আসামী।

    সোমবার (২৬ অগাস্ট) বিকেলে হত্যা মামলায় পলাতক আসামি মোরশেদ আলম টিপু (৩৩) কে গ্রেফতার করার পর মঙ্গলবার (২৭ অগাস্ট) দুপুরে আদালতে সোপর্দ করার তথ্য নিশ্চিত করেছেন বোয়ালখালী থানা পুলিশ।

    গ্রেফতারকৃত মোরশেদ আলম টিপু উপজেলার পশ্চিম চরণদ্বীপ ২নং ওয়ার্ডের শফিউল আলম সওদাগরের ছেলে।

    অভিযান পরিচালনাকারী থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান সরকার জানান, ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর চরণদ্বীপ ইউনিয়নের ইসমাইল খানের বাড়িতে সংগঠিত ডাকাতির সময় ডাকাতদের গুলিতে শামীম আরা ইসমা (৫) নামের এক শিশু খুন হয়। এছাড়া আহত হন চারজন। এ ঘটনায় দায়েরকৃত বিচারাধীন মামলার আসামী মোরশেদ আলম টিপু গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

    তিনি বলেন, ‘গতকাল সোমবার বিকেলে নোয়াখালী থেকে বোয়ালখালী এসে পৌঁছলেই পুলিশ তার পিছু নেয় এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মোরশেদ আলম টিপুর শ্বশুর বাড়ি নোয়াখালী জেলার চরজব্বার থানা এলাকায় বলে জানা গেছে।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ পিপিএম জানান, বোয়ালখালী থানায় দায়েরকৃত খুনসহ ডাকাতির মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

    ওই মামলার পলাতক আসামী মোরশেদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়া ২০১৮ সালে নোয়াখালী জেলার চরজব্বার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের হওয়া একটি মামলার আসামীও মোরশেদ।

    বিএম/পুজন সেন/আরএস..