চট্টগ্রামের ২৬শ শিক্ষা প্রতিষ্ঠানে ৩0 হাজার চারা রোপণ

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম জেলার প্রত্যেকটি উপজেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচী গৃহীত হয়। শনিবার সকাল সাড়ে ১১টায় রাউজান উপজেলায় চিকদাইর মুন্সী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

    জানা যায়, চট্টগ্রামে সর্বমোট ২৬০৫ টি শিক্ষা প্রতষ্ঠানে মোট ৩০ হাজার ৬শ ১৬ টি চারা রোপণ করা হয়। একই সময়ে একযোগে পালিত কর্মসূচি পালনের লক্ষ্যে বাঁশখালী উপজেলায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইয়াসমিন পারভীন তিবরীজী, মীরসরাইতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আবু হাসান সিদ্দিক।

    পটিয়া উপজেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সাতকানিয়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ দেলোয়ার হোসেন, আনোয়ারা উপজেলায় উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আমিরুল কায়সার।

    এছাড়াও প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারগণের তত্বাবধানে জেলা প্রশাসকের নির্দেশনায় মানসম্মত প্রাথমিক শিক্ষা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় শিশুদের মাঝে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।

    বৃক্ষরোপণের এ কর্মসূচির শুভ উদ্বোধনকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন “মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের মাঝে স্বদেশ প্রেম জাগ্রত করতে পরিবেশগত জ্ঞান অপরিহার্য!” দেশকে প্রাকৃতিক বৈরিতা থেকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই, আর সেই মূল মন্ত্র প্রাথমিক শিক্ষা পর্যায়ে হাতে কলমে প্রদান করলে এর ফল হবে সূদূর প্রসারী”

    বিএম/রাজীব সেন প্রিন্স..