ফতেয়াবাদে অভিযান : এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রামের ফতেয়াবাদ ১ নং দক্ষিণ পাহাড়তলীর পশ্চিম ছড়ারকুলে একটি বেনামি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।

    আজ ৩১ আগষ্ট শনিবার সকালে অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

    এ তথ্য নিশ্চিত করে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা মুঠোফোনে বলেন, মো. জামাল উদ্দিনের মালিকানাধিন চট্টগ্রাম মহানগরের কয়েকটি প্রতিষ্ঠানেও অভিযান চালিয়েছিলো অধিদপ্তর। অভিযানে টিকতে না পেরে সে কৌশলে নগর থেকে এসব নিষিদ্ধ পলিথিনের ব্যবসা গুটিয়ে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় ফের কারখানা গড়ে তুলে।

    তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় বেনামি এ প্রতিষ্ঠানের মালিক মো. জামাল উদ্দিনকে আগামীকাল রবিবার অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

    অভিযান পরিচালনাকালে অধিদপ্তরের কর্মকর্তা ছাড়াও হাটহাজারী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

    বিএম/আরএস..