কূটনৈতিকদের সাথে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক চলছে

    বিএম ডেস্ক : দেশের চলমান জাতীয় ও রাজনৈতিক পরিস্থিতি এবং নানামুখি সংকটসহ বিভিন্ন ইস্যুতে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় কুটনৈতিকদের সাথে বৈঠক করছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

    বৈঠকে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা উপস্থিত আছেন।

    বুধবার (৪ সেপ্টেম্বর) গুলশান-২ নম্বরে ৩৬ রোডের ৯ নম্বর বাড়িতে এ বৈঠক শুরু হয়।

    বৈঠকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হাইকমিশনার, কানাডার ডেপুটি হাইকমিশনার এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র আবাসিক সমন্বয়ক অংশ নিয়েছেন।

    আর ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে আছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

    বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলাদেশ মেইলকে এ তথ্য জানিয়েছেন।

    তবে বৈঠকের আলোচ্য বিষয় কী কিংবা কী ধরনের আলোচনা হচ্ছে এ ব্যাপারে এখনও বিস্তারিত কিছু গণমাধ্যমকে জানানো হয়নি।

    বিএম/আরএস..