ভাটিয়ারীতে মাসব্যাপী মশক নিধন কর্মসূচীর উদ্বোধন

    সীতাকুণ্ড প্রতিনিধি : ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই” এই স্লোগানে মাসব্যাপী মশক নিধন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।

    সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ বৃহস্পতিবার (৫ আগষ্ট) বেলা সাড়ে ১২ টায় উপজেলার তুলাতলী এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, মডেল থানার ওসি মো. দেলোয়ার হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সৌমিত্র চক্রবর্তী। অথিতি হিসেবে উপস্থিত থেকে আওয়ামীলীগ নেতা খায়রুল আজম, মো. ইউসুফ, ইউপি সদস্য আলমগীর মাসুম, শাহিদুল আলম, সালাউদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন, কামাল উদ্দিন, ফরহাদ হোসেন রিপন, মাঈন উদ্দিন, যুবলীগ নেতা মো. ফারুক, জাহেদুল ইসলাম, থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মো আমজাদ হোসেন বাবলু, ইউপি সচিব সুমন বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

    প্রধান অথিতির বক্তব্যে সাংসদ দিদারুল আলম বলেন, দেশে ডেঙ্গুর প্রভাব বাড়ছে। দেশকে ডেঙ্গুমুক্ত করতে সকলকে সজাগ থাকতে হবে। সকল প্রকার নিয়ম মেনে চলতে হবে এবং ডেঙ্গু জ্বরে আতংকিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যার যার অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহবানও জানান তিনি।

    বিএম/কামরুল দুলু/আরএস..