প্রকাশ্যে ধুমপান, ট্রেনের ছাদ ও ইঞ্জিনে ভ্রমণ : ২৭ জনকে জরিমানা

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম রেলস্টেশন ও স্টেশনের আশেপাশে প্রকাশ্যে ধুমপান এবং ট্রেনের ছাদে ও ইঞ্জিনে ভ্রমনকারী যাত্রীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

    আজ রবিবার সকাল ৬ টা থেকে ১০টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টার অভিযান পরিচালিত হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি’র সদস্যদের সহায়তায় এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।

    চার ঘন্টার এ অভিযানে স্টেশন চত্তরে ও প্লাটফর্মে প্রকাশ্যে ধুমপান করার অভিযোগে এবং রেলওয়ে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সর্ত্তেও ট্রেনের ছাদ ও ইঞ্জিনে ভ্রমণের দায়ে ২৭ জনের কাছ থেকে জরিমানা আদায় করে প্রথমবারের মত তাদের সতর্ক করে দেওয়া হয়।

    অভিযান পরিচালনাকালে আরএনবি চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মোহাম্মদ আশাবুল ইসলাম, এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট একেএম সালেহ পাটোয়ারী, স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ, স্টেশন মাস্টার মাহবুবুর রহমান, সিআই আরএনবি জেনারেল মোহাম্মদ আমান উল্লাহ আমান, সহকারী উপ-পরিদর্শক শওকত হোসেন সজলসহ আরএনবি’র অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

    বিএম/আরএসপি..