বাকলিয়ায় ২ টন পলিথিন শপিং ব্যাগ জব্দ

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা কালামিয়া বাজার এলাকার নজির প্রিন্টিং নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর।

    সোমবার সকাল সাড়ে ১০টার সময় প্রতিষ্ঠানটির কারখানায় পরিচালিত অভিযানের নের্তৃত্ব দেন অধিদপতর চট্টগ্রাম মহানগর পরিচালক আজাদুর রহমান মল্লিক। এসময় নিষিদ্ধ ঘোষিত প্রায় ২ টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

    পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা অভিযানের খবরটি নিশ্চিত করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

    তাছাড়া নিষিদ্ধ পলিথিন তৈরির সঙ্গে জড়িত প্রতিষ্ঠান নজির প্রিন্টিং এর কর্তৃপক্ষকে ৩ সেপ্টেম্বর অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

    অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শাহরীন ফেরদৌসীসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিএম/আরএসপি..