রোহিঙ্গাদের সমাবেশে সহায়তা করায় ২ এনজিও নিষিদ্ধ

    রোহিঙ্গাদের প্রত্যাবাসনবিরোধী উসকানি এবং সমাবেশ আয়োজনে সহায়তার অভিযোগে আন্তর্জাতিক দুইটি সংস্থা আল মারকাজুল ইসলামী ও আদ্রার সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে এনজিও ব্যুরো।

    আজ বুধবার দুপুরে, এ সংক্রান্ত একটি চিঠি কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়।

    অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আশরাফ জানান, চিঠিতে আল মারকাজুল ইসলামী ও আদ্রার কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি, ব্যাংক লেনদেন বন্ধ রাখারও নির্দেশনা রয়েছে।

    গত ২২শে আগস্ট দ্বিতীয় দফার প্রত্যাবাসনের উদ্যোগ ভেস্তে যাওয়ার জন্য সরকারি প্রশাসনসহ বিভিন্ন মহল থেকে কিছু এনজিওর অপতৎপরতাকে দায়ী করা হয়। এছাড়া প্রশাসনের অনুমতি ছাড়া ২৫শে আগস্ট বিশাল সমাবেশের আয়োজন করে রোহিঙ্গারা।

    এ নিয়ে, জেলা প্রশাসনের তদন্তে প্রত্যাবাসনবিরোধী উসকানির ইন্ধন এবং সমাবেশ আয়োজনের জন্য গোপনে সহায়তা করে অপতৎপরতার অভিযোগ পাওয়া যায় কয়েকটি এনজিওর বিরুদ্ধে।

    পরে, তদন্ত প্রতিবেদন এনজিও ব্যুরোর সংশ্লিষ্ট কাছে পাঠানো হয়।

    বিএম/এমআর