লেবেল ছাড়া দই-ঘি বিক্রি, নোংরা পরিবেশে মিষ্টি তৈরি
    দয়াময়ী মিষ্টি ভান্ডারে ভ্রাম্যমান আদালত, লক্ষ টাকা জরিমানা

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের কাছে লক্ষ টাকা জরিমান দিয়েছে চট্টগ্রামের প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার দয়াময়ী।

    বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চলে এ অভিযান।

    অভিযান শেষে নির্বাহী ম্যাজস্ট্রেট মাহফুজা জেরিন জানিয়েছে, দুপুরে দয়াময়ী মিষ্টান্ন ভা-ারে অভিযানের সময় দেখা যায় প্রতিষ্ঠানের বেশ কয়েকটি মিষ্টির পাতিলে পাওয়া গেছে তেলাপোকা। এছাড়া দই ও ঘি বিক্রি হচ্ছিল কোন প্রকার লেভেল ছাড়াই। এছাড়াও মিষ্টি তৈরি হচ্ছিলো অনেকটা নোংরা পরিবেশে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দিয়ে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

    একই দিনে নগরীর লালদিঘী এলাকার গোপালজী হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও হোটেলের লাইসেন্স না থাকায় সতর্ক করে দিয়ে আরোও ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় গোপালজী হোটেল থেকে।

    জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।

    বিএম/আরএসপি..