হালিশহরে ফার্মাসিতে অভিযান, আটক ভুয়া চিকিৎসক

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকা থেকে ওয়াসিম ওসমান (৩৪) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।

    শনিবার সকালে বিভিন্ন রোগীদের অভিযোগের ভিত্তিতে হালিশহরের শাপলা আবাসিক এলাকায় সন্দ্বীপ জনতা ফার্মাসিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি প্যাড উদ্ধার করা হয়েছে। যেখানে পৃথক পৃথক ভাবে মেডিসিন বিশেষজ্ঞ, ডিপ্লোমা এবং এল এম এফ বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ আছে।

    ওয়াসিম ওসমান সন্দ্বীপ উপজেলার কুচিয়ার মোড়া এলাকার আবুল উল্লাহর ছেলে বলে জানা গেছে।

    অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। তিনি জানিয়েছেন, ওয়াসিম ওসমান নিজেকে বিভিন্ন ডিগ্রীধারী বিশেষজ্ঞ চিকিৎসক দাবী করে প্রায় দেড় বছর ধরে ৩শ টাকা ভিজিট নিয়ে এই ফার্মাসিতে চেম্বার করে আসছেন। তিনি একেক সময় ভিন্ন ভিন্ন ডিগ্রী ও ভিন্ন নাম ব্যবহার করে প্যাডে প্রেসক্রিপশন দিতেন রোগীদের।

    বিষয়টি কয়েকজন রোগী বুঝতে পেরে তাদের নাম না বলা স্বর্তে আমাদেরকে অভিযোগ করেন। শনিবার অভিযানে গিয়ে অভিযোগগুলোর সত্যতা মিলে। এসময় তার কাছ থেকে মেডিসিন বিশেষজ্ঞ, ডিপ্লোমা এবং এল এম এফ বিশেষজ্ঞ উল্লেখ করা পৃথক ৩টি প্যাড উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাক্তারি চিকিৎসার কোন প্রকার সনদ না থাকার কথা স্বীকার করলে ওসমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

    বিএম/আরএসপি..