ইরাকে তাজিয়া মিছিলে নিহত ৩১

    আন্তর্জাতিক মেইল : ইরাকে কারবালায় তাজিয়া মিছিলে পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন ৩১ জন। এ ঘটনায় আহত হয়েছের আরো শতাধিক।

    মঙ্গলবার আশুরা দিবস পালন করার সময় প্রবল ভিড়ের চাপে কারবালা শহরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    এদিন আশুরা দিবস পালন করতে রাজধানী বাগদাদ থেকে প্রায় ১০০ কিমি দূরের কারবালা শহরে শুরু হয় ভক্ত সমাগম।

    ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর জানিয়েছেন, প্রবল ভিড়ের চাপে অন্তত পক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক। তার আশঙ্কা, ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

    প্রতি বছর আশুরায় কারবালায় হাজির হন কয়েক লাখ শিয়া ভক্ত। তরোয়াল দিয়ে নবীন ভক্তরা নিজেরে কপাল চিরে রক্তাক্ত হন। আশুরা দিবসে এমনই দৃশ্য কারবালার মতোই দেখা যায় দক্ষিণ ইরাকের নজফ ও বসরা শহরেও।

    ইরাকের একনায়ক সাদ্দাম হুসেনের শাসনকালে আশুরা দিবসে প্রকাশ্যে কারবালা যুদ্ধের দৃশ্য অভিনয় করার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়। বর্তমান প্রশাসন অবশ্য বিশেষ দিনটিতে ছুটি ঘোষণা করেছে।

    বিএম/আরএস