২১০ টি মিয়ানমারের সীমকার্ড সহ ৩ রোহিঙ্গা আটক

    মিয়ানমারের মোবাইল ফোন কোম্পানির ২১০ টি সীম কার্ড সহ ৩ জন রোহিঙ্গাকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

    গোপন সুত্রে খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ টেকনাফ স্থল বন্দরে অভিযান চালিয়ে মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাদেরকে আটক করে।

    আটককৃতরা হলো-টেকনাফ জামতলী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের মোঃ শরীফের পুত্র রবি আলম (১৯), মৌচনী ক্যাম্পের হোসনের পুত্র সেলিম (২৫) ও মিয়ানমারের নুর আলমের পুত্র নুর হাসান (২৪)।

    প্রসংগত, বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প গুলোতে গত এক সপ্তাহ ধরে ৩ জি এবং ৪ জি বন্ধ করে দেওয়ার পর থেকে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প গুলোতে ওয়াই ফাই (Wi-Fi) ও মিয়ানমারের মোবাইল অপারেটরের সীম ব্যবহার করে রোহিঙ্গারা তাদের নেট পুরোদমে সচল রেখেছে।

    টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মিয়ানমারের মোবাইল ফোন কোম্পানির বেশকিছু সিম কার্ড রোহিঙ্গাদের কাছে বিক্রির জন্য বাংলাদেশে নিয়ে এসেছে একটি চক্র।

    আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

    বিএম/এমআর