ভারত সফরে থাকছেন না তামিম ইকবাল
    কপাল খুলল ইমরুল কায়েসের

    Tamim Iqbal & Imrul Kyes
    তামিম ইকবাল ও ইমরুল কায়েস

    অনলাইন ডেস্ক: ভারত সফরে টি-২০ সিরিজে খেলবেন না বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আগামী মাসে দ্বিতীয়বারের বাবা হতে যাচ্ছেন তামিম। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে আরেক বাঁ-হাতি ওপেনার ইমরুল কায়েসকে। টেস্ট সিরিজে ইমরুল দলের সাথে থাকবেন কি-না তা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    আগামী ৩ নভেম্বর থেকে দিল্লিতে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। এর পরের দুটি হবে যথাক্রমে ৭ ও ১০ নভেম্বর।

    ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ড খেলার পর পাজরের ইনজুরিতে পড়েন তামিম। ফলে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারেননি তিনি। তারপরও তামিমকে রেখেই ভারত সফরে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি। কিন্তু এখনো পুরোপুরিভাবে সুস্থ হননি তামিম। এরমধ্যে স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায়, তার পাশে থাকতে চাচ্ছেন তামিম। আগামী দুই-তিন দিনের মধ্যেই স্ত্রীকে নিয়ে ব্যাংকক যাবেন তামিম। এজন্য ছুটি চেয়ে ইতোমধ্যে বিসিবিকে চিঠিও দিয়েছেন তামিম। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।

    আরো পড়ুন : ফের বাবা হচ্ছেন তামিম

    শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের পর সেচ্ছায় ক্রিকেট থেকে বিশ্রাম নেন তামিম। ফলে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি-২০ সিরিজে খেলেননি তিনি। চলতি মাসে এনসিএল-এ চট্টগ্রাম বিভাগের হয়ে ম্যাচ খেলতে নেমে আবারো ক্রিকেটে ফিরেন তামিম। প্রথম রাউন্ডেই পাজরের ইনজুরিতে পড়েন তিনি। যেটি পুরোপুরি ভাবে কাটিয়ে উঠেননি এখনো

    ভারত সফরে বাংলাদেশ টি-২০ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম। বাসস

    বিএম/ফাচৌফ