হাসিনা রহমান রোটারি ইন্টারন্যাশনাল-জাতিসংঘ সম্মাননায় ভূষিত

    বাংলাদেশ মেইল,  ডেস্ক :

    বাংলাদেশের রোটারি ক্লাব অব ঢাকা ম্যাভেরিক্সের রোটারিয়ান হাসিনা রহমান অর্না কে রোটারি ইন্টারন্যাশনাল ‘পিপল অব একশন- কানেক্টরস বিয়ন্ড দ্য বর্ডার’ সম্মাননায় ভূষিত করেছে। আগামী ৯ নভেম্বর নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট মার্ক ড্যানিয়েল ম্যালনি, বিভিন্ন দেশের প্রতিনিধি ও রোটারি ও যুব নেতৃবৃন্দ সহ অন্তত সাড়ে ৭শ প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মাননা প্রদান করা হবে।
    সম্মাননা গ্রহনকারী হাসিনা রহমানের সাথে নিউইয়র্কে সম্মাননা অনুষ্ঠানে অংশ নিতে ডিস্ট্রিক্ট ৩২৮১ এর গভর্ণর এম খায়রুল আলমকেও রোটারি ইন্টারন্যাশনাল থেকে আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রন জানানো হয়েছে।

    বিশ্বব্যাপী রোটারি কার্যক্রম চালানো ২০০ টি দেশ থেকে প্রাপ্ত মনোনয়ন থেকে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের গঠন করা একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি ৪ মাস ব্যাপী বাছাই প্রক্রিয়া শেষে এ বছরের সম্মাননার জন্য হাসিনা রহমান সহ ৬ জনের নাম ঘোষনা করেছে। সম্মাননা প্রাপ্ত অন্যরা হচ্ছেন, জার্মানির ড. বার্ণড ফিশার ( রোটারি ক্লাব অব বার্লিন, ডিস্ট্রিক্ট -১৯৪০), ব্রাজিলের ভ্যান্দেরলাই লিমা সান্তানা ( রোটারি ক্লাব অব বোয়া ভিস্তা কাকারি, ডিস্ট্রিক্ট ৪৭২০), ইন্দোনেশিয়ার এইস রবিন ( রোটারি ক্লাব অব মাতারাম লম্বক, ডিস্ট্রিক্ট ৩৪২০), তুরস্ক বংশোদ্ভুত ইলগে কারানকাক স্প্লানি ( রোটারি ক্লাব অব ক্যানারি রো, ডিস্ট্রিক্ট-৫২৩০) এবং লেবাননের লুসিয়েনে হ্যাওয়ার্থ ( রোটারি পিস ফেলো এলুমনি, ডিস্ট্রিক্ট ৯৮০০) ।

    উল্লেখ্য জাতিসংঘ সনদ প্রস্তাবনায় সাংগঠনিক ভাবে রোটারি ইন্টারন্যাশনাল ঐতিহাসিক ভুমিকা রাখায় এই সংগঠন জাতিসংঘের অন্যতম সহযোগী সংগঠন হিসেবে শান্তির লক্ষ্যে কাজ করে আসছে এবং প্রতিবছর নভেম্বরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই বন্ধনকে উদযাপন করা হয়। জাতিসংঘের ৭৫ বছর পূর্তিতে এই দুই সংগঠনের ঐতিহাসিক মেলবন্ধনকে উদযাপন করতে এ বছর ৯ নভেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ‘রোটারি-জাতিসংঘ দিবস’ পালন করা হবে।

    হাসিনা রহমানকে সম্মাননা প্রদানের ঘোষনায় রোটারি ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে যে ‘বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে মাতৃকল্যান ও শিশু স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় হাসিনা রহমানকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।’ রোটারি ইন্টারন্যাশনাল উল্লেখ করে যে, ‘হাসিনা রহমান আন্তর্জাতিক সাহায্য সংস্থা কনসার্ণ ওয়ার্ল্ড ওয়াইডের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এবং রোটারি ক্লাব অব ঢাকা ম্যাভেরিক্সের সদস্য হিসেবে তাঁর পেশাগত ও স্বেচ্ছাসেবী উদ্যোগের সম্লিলন ঘটিয়ে রোহিঙ্গা শিবিরে ৮টি শিশু ও মাতৃকল্যান সেন্টার পরিচালনা করেছেন।

    এই সেন্টারগুলোয় রোটারি সহ বিভিন্ন সংস্থার আর্থিক সহায়তায় প্রায় সাড়ে ৪লক্ষ মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি স্বাস্থ্যসেবা দেয়া হয়। প্রায় ৯ হাজার অতি অপুষ্ঠিহীন শিশুকে বিশেষ সেবা প্রদানের মাধ্যমে সুস্থ করে তোলা হয়। এছাড়াও হাসিনার উদ্যোগে রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা মা’দেরকে অল্প জায়গায় শাকসব্জি চাষের প্রশিক্ষন ও কৃষি সাহায্য প্রদান করে রোহিঙ্গা পরিবারগুলোর পুষ্টিহীনতা রোধে সহজ সমাধান চালু করাকে রোটারি ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ অবদান হিসেবে উল্লেখ করে।